ইংরেজি প্রেজেন্টেশন
১৩ ই অগাস্ট ২০১৪ – ১৬ই শাওয়াল ১৪৩৫ – ২৯শে শ্রাবণ ১৪২১ রোজ বুধবার
আজ ছিল ইংরেজি প্রেজেন্টেশন। দীর্ঘদিনের একটা পেইন শেষ হলো। ফরমাল ড্রেস হিসেবে সাদা জুব্বা, সাদা রুমাল সাথে ইগালা আর কালো শু পরে গিয়েছিলাম। গত সেমেস্টারে ছিল লাল রুমাল এবার সাদা। সবাই যে আড়চোখে তাকাচ্ছে সেটা বেশ টের পেলাম। লাইব্রেরীর মামা জিজ্ঞেস করে, ইনতা মিনাস সুঊদী? 😀 ক্যাফটেরিয়ায় এক সোমালীয়ানের সাথে পরিচয় হলো। আমার ড্রেস দেখে জিজ্ঞেস করছে, ইউ স্পীক এরাবিক? তারপর কতক্ষন আরবীতে কথা বলল। ফোন নাম্বার নিল ফোন দেবে বলে। এসময় Mahbub Bhuiyan ও উপস্থিত ছিলেন। 😀 প্রেজেন্টেশনের সময় ডিপার্টমেন্ট হেড ড. সৈয়দ আখতার হুসাইন স্যার ছিলেন। আলহামদুলিল্লাহ বেশ ভালভাবেই উৎরে গেলাম। দুই সেশনের প্রেজেন্টেশন শেষ হলো বিকেল ৫টার পরে। বেরোবার সময় দেখলাম অডিটরিয়ামে জিপির “বন্ধু গ্যারাজ” উপস্থিত। এক ক্লাসমেট খুব আগ্রহ সহকারে নিয়ে গেল বন্ধু গ্যারাজের মালিকের কাছে (জিপির লোক) রেজিস্ট্রেশনের জন্য। বললাম, আমি তো কনসার্টে আসবনা। মালিক বলে, কনসার্টে আসতে হবেনা। আমাদের কোন অফার থাকলে আপনি সেটা পাবেন এই রেজিস্ট্রেশনের মাধ্যমে। বন্ধুকে ছোট করতে চাইলামনা বলে রেজিস্ট্রেশন করলাম। ভাবছি, আজ হয়তো নিছক অফার আর কনসার্টের কথা বলে যুব সমাজকে এসব গ্যারাজে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু ৫ বছর পর এসব গ্যারাজে তারুণ্যের কথা বলেই এলকোহল সাপ্লাই দেয়া হবে এবং তখন পরিস্থিতি এমন হবে যে ওটা তখন নরমাল হয়ে যাবে। কিছুই করতে পারবনা আমরা। কিছু করার এখনি সময়।