কুমিল্লা ও আনসার্টেনেইনিটি

কিছুটা আনসার্টেইনিটি নিয়ে সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের দিকে রওনা দিয়েছিলাম। দুপুরে পুরোই আনসার্টেইন হয়ে গেল। শেষে আল্লাহ তা’আলা ইস্তেগফারের বদৌলতে মিলিয়ে দিলেন Shariful Islam আর জনাব মুস্তাফিজার রাহমান কে। তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে আমি অপারগ। আল্লাহ তা’আলাই উত্তম প্রতিদানদাতা। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। দুপুরের আনসার্টেইনিটি সন্ধ্যায় ফুরফুরে মেজাজে রূপান্তর হয়ে গেল। smile emoticon
শারীফের বদৌলতে দেখা হলো ১৫ বছর আগের হিফজখানার এক ব্যাচমেটের সাথে। যদিও একজন আরেকজনকে ডিরেক্টলি চিনতে পারছিলামনা কিন্তু নানা সূত্র মিলিয়ে শেষে পরিচয়টা ঝালাই হয়েই গেল। আবদুর রাহীম! ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার। grin emoticon
প্রিয় শারীফ, আমি মনে করি তুমি রাজ্য এবং রাজকন্যা দুটোই পেয়েছ। এখন অপেক্ষা তোমাকে রাজা হতে দেখার। smile emoticon আল্লাহ কবুল করুক। আমীন।

You may also like...