সূর্যোদয় ও চেরিফুলের দেশের দিনলিপি-৩
জাপানে ভূমিকম্প আর টাইফুন জিনিস দুইটা খুবই কমন। মানুষ এগুলাকে খুব একটা ভয় পায়না। মে মাস থেকে অক্টোবার পর্যন্ত টাইফুন আসে। তার মধ্যে অগাস্ট-সেপ্টেম্বর হচ্ছে টাইফুন এর পিক সিজন। টাইফুন, হারিকেন, সাইক্লোন একই জিনিস। অঞ্চল আর উৎপত্তিস্থলভেদে ডিফারেন্ট নাম এবং নামকরন পদ্ধতি। কিন্তু আগামীকাল যেটা আসতে যাচ্ছে সেটা নিয়ে অনেককেই চিন্তিত দেখলাম। অফিস থেকে মেইল করা হয়েছে, আজকে সকাল এসেম্বলির সময় বলে দেয়া হয়েছে পর্যাপ্ত শুকনো খাবার আর পানি মজুদ রাখতে। সুপার মার্কেটগুলা সব খালি হয়ে যাচ্ছে। অনেকগুলা দোকান ঘুরেও স্লাইস ব্রেড পাইনি আজকে সন্ধ্যায়। অন্যান্য জিনিস নিয়ে আসছি অবশ্য। বলা হচ্ছে ১৯৫৮সালের পর এটাই জাপানে আঘাত করতে যাওয়া সবচেয়ে বড় টাইফুন। এই টাইফুন হাজিবিসের চোখই ফোর্বসের খবর অনুযায়ী ৫৫মাইল প্রশস্ত। এটাকে বলা হচ্ছে সুপার টাইফুন। ফিলিপিন্সের তাগালগ ভাষায় হাজিবিস মানে হচ্ছে স্পিড/গতি। তবে টাইফুনের নেমিং কনভেনশন অনুযায়ী এটা হচ্ছে টাইফুন নাম্বার ১৯। এই টাইফুনের টোটাল সাইজ ডায়ামিটারে প্রায় ১৪০০কিলোমিটার। বিভিন্ন এয়ারলাইন্সের ৯০০এর উপরে ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে। শনিবার (আগামীকাল) দুপুরের পরেই হয়তো টোকিওর উপরে আছড়ে পড়বে এই টাইফুন। আল্লাহ হেফাজত করার মালিক। প্রচুর বৃষ্টিপাত হবে। 600মিলিমিটারের উপরে বৃষ্টি হবে কাল টোকিওতে।
Image copyright https://www.youtube.com/channel/UCakgsb0w7QB0VHdnCc-OVEA
#সূর্যোদয়_ও_চেরিফুলের_দেশের_দিনলিপি