সূর্যোদয় ও চেরিফুলের দেশের দিনলিপি-৪
টাইফুন হাগিবিস ভাল রকম ক্ষতি করে গেছে জাপানের। nhkএর নিউজ অনুযায়ী ১০জন মারা গেছে, ১৬জন মিসিং এবং ১২৮জন আহত। অনেক জায়গায় ইলেক্ট্রিক লাইন আর পানির লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোস্টাল এরিয়াগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি এবং সেইসাথে নদীর পাড়ের বাড়িঘরগুলা। চিকুমা নদীর পাড় ভেঙ্গে নাগানোর বিশাল বড় এরিয়া ফ্লাডেড। উদ্ধার কার্যক্রম, রেস্টোরেশন কার্যক্রম চলছে পুরো গতিতে। আলহামদুলিল্লাহ আমি যে এরিয়াতে থাকি (নোগাতা, নাকানো সিটি) এখানে তেমন কিছুই হয়নি। একটু পরে বের হব এলাকা ঘুরে দেখতে। এখনকার রোদেলা চিত্র দেখলে বিশ্বাসই হবেনা গতকাল কেমন ছিল পরিস্থিতি।
১৩ঃ৩৫ জাপান টাইম, ১৩/১০/২০১৯, নোগাতা, নাকানো, টোকিও।
#সূর্যোদয়_ও_চেরিফুলের_দেশের_দিনলিপি