সূর্যোদয় ও চেরিফুলের দেশের দিনলিপি-১০
কিয়োতো। জাপানের পুরাতন রাজধানী। চারপাশে পাহাড় বেষ্টিত শহর। এমনিতে খুবই নিরিবিলি। আমার পছন্দের। ট্যুরিস্ট সিজনে বেশিরকম সরগরম। সবাই ট্র্যাডিশনাল জাপান আর শ্রাইন (বৌদ্ধ বা শিন্তো ধর্মের মাজার আর কি) দেখতে আসে। জাপানীজরা বলে যে,...